অধিকার ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৯
গাজীপুরের ইটাহাটায় বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। তারা সবাই মৌচাক এলাকার অধ্যাপক শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ মৌচাকের আয়েস মার্কেট এলাকার রাজা বাবু (১৮), জনি (১৭) এবং শাকিব হোসেন (১৭)।
বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ যুবক ঘটনাস্থলেই মারা যান।
এদের মধ্যে ২ জন ঘটনাস্থলে মারা যান এবং অপর জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় বাস চালক ও হেলপারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানান মুক্তার হোসেন।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড