• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উন্মুক্ত আকাশ ওদের মরণ ফাঁদ!

  তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫
পাখি
বাগানের কারেন্ট জালে আটকে আছে পাখি (ছবি- দৈনিক অধিকার)

কারেন্ট জালে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও নেই সে আইনের প্রয়োগ। আর এ জালে আটকা পড়ে প্রতিদিন মরছে বিভিন্ন প্রজাতির শত শত পাখি। উন্মুক্ত আকাশ এখন তাদের জন্য পরিণত হয়েছে মরণ ফাঁদে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিস্তৃর্ণ এলাকা ঘুরে এমন মর্মান্তিক চিত্র দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অনেক পাখি জালে আটকা পড়ে মারা যাচ্ছে। বরই বাগান মালিকরা চালাচ্ছে এমন নির্মম হত্যাযজ্ঞ। এতে ধ্বংস হচ্ছে এই এলাকার পাখিদের অবাধ বিচরণ। সেখানে দোয়েল, শ্যামা, মাছরাঙ্গা, ঘুঘু, প্যাঁচার অকাল মৃত্যু এ এলাকায় কৃষিতে দেখা দিবে চরম বিপর্যয়। আইন অমান্য করে বাগান মালিকদের এমন অমানবিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী।

জালে আটকা পড়ে প্রতিদিন মরছে বিভিন্ন প্রজাতির শত শত পাখি (ছবি- দৈনিক অধিকার)

বরই বাগান মালিক কামিরুল জানান, পাখিদের থেকে গাছের বরই রক্ষা করতে বাগানে কারেন্ট জালের বেড়া দেওয়া হয়েছে।

ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, জনবল সঙ্কটের কারণে অনেক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আইন অমান্য করে কয়েক শত একর জমিতে অবৈধ কারেন্ট জালের ফাঁদ পেতে বরই চাষ করছে বাগান মালিকরা। এতে পরিবেশ বিপর্যয়ের চরম শঙ্কা দেখা দিয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড