• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবাকে হত্যার অভিযোগে ছেলের ফাঁসির আদেশ

  ময়মনসিংহ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪০
মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীয়ত উল্লাহ (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীয়ত উল্লাহ (৩৮) উপজেলার ডুবাইল গ্রামের মৃত ইব্রাহিম খলিল উল্লার ছেলে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে এ আদেশ দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব।

রাষ্ট্র পক্ষের আইনজীবী রেজাউল করিম খান বলেন, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় ২০০৫ সালের ১৩ মার্চ মধ্য রাতে শরীয়ত উল্লাহ তার বাবা ইব্রাহিম খলিল উল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার মা নাসিমা খাতুন বাধা দিতে গেলে তিনিও আহত হন। পরে স্বজনরা ইব্রাহিম খলিল উল্লাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে ১৫ মার্চ নিহতের ছেলে সাদিকুল্লাহ বাদী হয়ে গফরগাঁও থানায় শরীয়ত উল্লাহকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব আসামি শরীয়ত উল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড