• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে অপহৃত ভারতীয় নাগরিক উদ্ধার

  শেরপুর প্রতিনিধি

০৩ জুন ২০১৮, ০৯:০৫

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা থেকে ফালগুন আরেং (৬৭) নামে অপহৃত এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। ২ জুন শনিবার দুপুরে উপজেলার বালিজুরি খ্রিষ্টানপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফালগুন আরেং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার পোড়াকাশিয়া থানার হাতিমারাক গ্রামের মৃত চিং রে সাংমার ছেলে।

জানা যায়, গত ২৩ মে রাতে ৭/৮ জন দুর্বৃত্ত মুখে কালো কাপড় বেঁধে ফালগুন আরেংয়ের নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে। পরে সীমান্ত এলাকার গারো পাহাড়ের এক বাড়িতে তাকে আটক রেখে পরিবারের কাছে থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা।

শনিবার ভোরে ওই বাড়ি থেকে ফালগুন পালিয়ে গভীর জঙ্গলে চলে যায়। পরে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে তার আত্মীয় রানীশিমুল ইউনিয়নের বালিজুরি খ্রিষ্টানপাড়া গ্রামের মৃত নরেশ দাজেল এর ছেলে প্রাঞ্জল আরেং এর বাড়ি গিয়ে আশ্রয় নেন। পরে গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ভারতীয় নাগরিক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড