• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বম সম্প্রদা‌য়ের খ্রিস্টধর্ম গ্রহণের শতবর্ষ উদযাপন

  বান্দরবান প্র‌তি‌নি‌ধি

১৮ জানুয়ারি ২০১৯, ২০:৩৩
বম
বম সম্প্রদায়ের খ্রিস্টধর্ম গ্রহণের শতবর্ষ পূর্তি উদযাপনের আয়োজন (ছবি- দৈনিক অধিকার)

বান্দরবানের রুমা উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী বম সম্প্রদায়ের খ্রিষ্টীয় সুসমাচার গ্রহণের মাধ্যমে খ্রিস্টধর্ম গ্রহণের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে তিনদিন ব্যা‌পী উৎসব শুরু হ‌য়ে‌ছে। এই অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দেশ বিদেশের অতিথি সহ প্রায় পাঁচ হাজার খ্রিস্ট বিশ্বাসী। অনুষ্ঠান শুরু হবে উৎসর্গ প্রার্থনার মাধ্যমে, অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাইবেল পাঠ, বিশেষ অতিথিদের বক্তব্য প্রদান, প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বম জনগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে থাকছে আরো নানা বর্ণিল আয়োজন।

১৯১৮ সালের ডিসেম্বর মাসে বম সম্প্রদায়ের মানুষ প্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। পূর্বে বম সম্প্রদায় সহ বাংলাদেশের পাংখোয়া ও লুসাইরা প্রকৃতির পূজা করলেও ১৯১৮ সালের পর থেকে খ্রিস্টান মিশনারীদের মাধ্যমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা শুরু করে। বর্তমানে বমদের শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড