• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালু উত্তোলনে দুই শ্রমিকের মৃত্যু

  বগুড়া প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, ২০:২২
নিহত
নিহত দুই শ্রমিক (ছবি- দৈনিক অধিকার)

বগুড়ার শিবগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের পূর্বপার্শ্বে নাগর নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউনিয়নের বানিয়াচাপড় গ্রামের আমজাদ হোসেনের পুত্র খায়রুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোস্তফা সরকারের পুত্র মোশারফ হোসেন (২০)।

জানা যায়, অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলন করার সময় ২০ফুট মাটির নিচে পড়ে গিয়ে ঐ দুই শ্রমিক নিহত হন। ১৫ থেকে ২০ ফুট নিচে পাইপ মেরামতের জন্য প্রথমে একজন শ্রমিক নিচে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক জন অজ্ঞান হয়ে পড়ে। এসময় বাকি শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা দুই শ্রমিককে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করলে কর্তবরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি অপারেশন নান্নু খান বলেন, পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। নিহত শ্রমিকরা অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড