• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিকারে সংবাদ প্রকাশে বিদ্যুৎ পেল ১৫ হিন্দু পরিবার

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, ১৮:২১
ঠাকুরগাঁও
ছবি : জেলার মানচিত্র

‘ঠাকুরগাঁওয়ে টাকা দিয়েও বিদ্যুৎ পায়নি ১৫টি হিন্দু পরিবার’ শিরোনামে দৈনিক অধিকারে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির। নতুন সংযোগ পেয়েছে সদর উপজেলার রায়পুরের আমিনপাড়া এলাকার ১৫টি হিন্দু পরিবার।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নতুন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি।

বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর বিরেশ নামে এক গ্রাহক বলেন, খুব ভালো লাগছে, কারণ স্থানীয় নেতাদের ৩ বছর আগে টাকা দিয়েছিলাম কাজ হয়নি। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাকের সঙ্গে দেখা করে কথা বলার তিনদিনের মধ্যে বিদ্যুতের নতুন সংযোগ পেলাম। এখন আর অন্ধকারে থাকবো না। আগে যদি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতাম তাহলে পরিবার নিয়ে এতদিন অন্ধকারে থাকতে হতো না।

আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে টাকা দিয়েও বিদ্যুৎ পায়নি ১৫টি হিন্দু পরিবার

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক আবু আশরাফ মো. ছালেহ বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি খরচে লাইন নির্মাণ করে ৪শ ৫০ টাকা মিটারের জামানত নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। রায়পুর এলাকায় ১৫টি হিন্দু পরিবার দালালের মাধ্যমে প্রতারিত হয়েছে। খবরটি পাওয়া মাত্র ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগের দ্রুত কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে ১৫টি হিন্দু পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হয়েছে।

তদন্ত করে যারা টাকা নিয়ে নিরীহ মানুষদের প্রতারিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড