ফেনী প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪
ফেনী জেলা কারাগারে মোহাম্মদ আলী উল্লাহ ভূঁইয়া (৪৮) নামে এক বন্দির (৩৯৮৯/২০১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মোহাম্মদ আলী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক ভূইয়ার ছেলে। সে গত বছরের ২৫শে ফেব্রুয়ারি থেকে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে ফেনী কারাগারে বন্দি ছিল।
কারাগারের জেলার মো. দিদারুল আলম জানায়, গত বছরের ২৫শে ফেব্রুয়ারি মোহাম্মদ আলী মাদক মামলায় গ্রেফতার হয়ে ফেনী জেলা কারাগারে বন্দি ছিল।
কারাগারে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল সে। ইতঃপূর্বেও কুমিল্লা কারাগারের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। গত ২২ নভেম্বর চিকিৎসা শেষে ফেনী জেলা কারাগারে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগারের ভেতরের হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিল কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভূত হলে কারাকর্তৃপক্ষ তাকে কারাগার হাসপাতাল থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের জানান, নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড