• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

  ঝিনইদহ প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫১
আহত
আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি (ছবি- দৈনিক অধিকার)

ঝিনাইদহের কালীগঞ্জের বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ নয় জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন, কালীগঞ্জ থানার পুলিশ সদস্য বিল্লাল হোসেন, বেদে সদস্য মনিরুল ও হালিম সহ সয় জন।

ঘটনাস্থলে থাকা কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, বেদে পল্লীর সরদার নির্বাচন নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কিছুদিন ধরে সরদার নির্বাচন নিয়ে দুটি গ্রুপ বিভক্ত হয়ে পড়ে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছে মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ইয়ার আলী। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছে রেজাউল ইসলাম। রেজাইল ইসলাম বেদে পল্লীর বর্তমান সরদার। দীর্ঘদিন ধরে তিনি এই পদে রয়েছেন। ফলে বেশিরভাগ সদস্যরা চাচ্ছে সরদার পরিবর্তন। এই নিয়ে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। উভয় পক্ষ কমপক্ষে ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এছাড়া ও ফায়ার সার্ভিসের সদস্যরা সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড