• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আলোর ফেরিওয়ালা’ : ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫
‘আলোর ফেরিওয়ালা’
‘আলোর ফেরিওয়ালা’ টিম (ছবি : দৈনিক অধিকার)

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে-ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে বাস্তবে রূপদানের লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলার বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী গ্রাহকদের আবেদনে তাৎক্ষণিক সাড়া দিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান শুরু করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ‘আলোর ফেরিওয়ালা’ টিম।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার দেওয়ানের খামার গ্রামের জাহেদুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূরুঙ্গামারী সাব-জোনাল অফিসের এজিএম একেএম সফিউল আলম।

দেখা গেছে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি দল ভ্যানে করে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় উপকরণ নিয়ে গ্রাহকদের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীরা সংযোগ চাওয়া মাত্রই তাদের সংযোগ প্রদান করা হচ্ছে। রশিদের মাধ্যমে মাত্র ৫৬৫ টাকা জমা দিয়েই তাৎক্ষণিক বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা।

সদ্য বিদ্যুৎ সংযোগ পাওয়া জাহেদুল ইসলাম জানান, কাউকে ঘুষ না দিয়ে এভাবে এত দ্রুত বিদ্যুৎ পাওয়াকে অবিশ্বাস্য মনে হচ্ছে।

এজিএম একেএম সফিউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন এবং গ্রাহকদের হয়রানী মুক্ত রাখতে আমরা তাদের দোরগোড়ায় গিয়ে বিদ্যুৎ সেবা পৌঁছে দেবার চেষ্টা করছি।

ভোগান্তি এড়িয়ে অল্প সময়ে কম ব্যয়ে দ্রুত বিদ্যুৎ পেয়ে খুশি বিদ্যুৎ প্রত্যাশীরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড