• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাল্য বিয়েতে অমত : এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

  মাদারীপুর প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ১৫:২৫
মানববন্ধন
মানববন্ধন কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

বাল্য বিয়ে মেনে না নেওয়ায় মাদারীপুরের কালকিনীতে শুকতারা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রথমে নির্যাতন শেষে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ মানববন্ধন কর্মসূচিতে প্রথমে পুলিশ বাধা প্রদান করে। পরে শিক্ষার্থীরা তা উপেক্ষা করে সহপাঠীর নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলে ফেটে পরেন। এছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেন। শুকতারা কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেব রামপুর এলাকার সাহেব রামপুর গ্রামের সালাম আকনের বড় ছেলে ইটালি প্রবাসী রোমনের (৩০) সঙ্গে পাঙ্গাশিয়া গ্রামের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে শুকতারা আক্তারকে না জানিয়ে গোপনে বিয়ে ঠিক করেন পরিবারের লোকজন। বাল্য বিয়ের খবর জানতে পেরে ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন শুকতারা। এতে ক্ষিপ্ত হয়ে রোমন আকনের ছোট ভাই শামন আকন লোকজন নিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

শুকতারা গুরুতর আহত অবস্থায় বর্তমানে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ দিকে তার উপর হামলার ঘটনার প্রতিবাদে আহত ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনের রাস্তায় এক মানববন্ধনের আয়োজন করে। পরে কালকিনী থানা পুলিশ এ কর্মসূচিতে বাধা প্রদান করেন। কিন্তু তা উপেক্ষা করে শিক্ষার্থীর উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেন।

আহত শিক্ষার্থীর সহপাঠী তাহিয়া, জতি, সাবিহা ও মুসলিমাসহ বেশ কয়েকজন জানায়, আমরা মানববন্ধন করলে প্রথমে পুলিশ আমাদের বাধা প্রদান করেন। পরে আমরা নির্যাতনকারীদের দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছি।

কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্ব পালন করেছি। ইতোমধ্যে আমরা একজন আসামিকে আটক করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, দোষীদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড