• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নালিতাবাড়ীতে আগুনে পুড়িয়ে ড্রেজার মেশিন ধ্বংস

  শেরপুর প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, ২২:০৩
ড্রেজার মেশিন
আগুনে পুড়ছে ড্রেজার মেশিন (ছবি : দৈনিক অধিকার)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে অবৈধভাবে নদীর তীর ভেঙে ও পাহাড় কেটে লাল বালু উত্তোলনের অভিযোগে বালু তোলা ৬টি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই সব ড্রেজার মেশিন ধ্বংস করে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, উপজেলার আন্ধারুপাড়া এলাকায় চেল্লাখালী নদীতে মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ী নদীর তীর ভেঙে, পাহাড় কেটে ও পুকুরের মতো গর্ত তৈরি করে বালু উত্তোলন করে আসছিলেন। যা পরিবেশের জন্য বিরাট হুমকি স্বরূপ। তাই বুধবার ওই সব অবৈধ ৬টি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড