• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে কেউ গৃহহীন থাকবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, ২০:৫৩
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান
গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ( ছবি : দৈনিক অধিকার )

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। সেই নির্বাচনি ইশতেহারের প্রেক্ষিতে চলতি বছরের জুন মাসের মধ্যে প্রত্যেক জেলায় ৫শটি করে গৃহ নির্মাণ করা হবে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, প্রত্যেক জেলায় ৫শ করে হলে ৬৪টি জেলায় মোট ৩২ হাজার ঘর নির্মাণ করা হবে এবং এই জুনের পরে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও ৫শটি করে ঘর নির্মাণ করা হবে। অর্থাৎ এক বছরের মধ্যে প্রত্যেক জেলায় এক হাজার করে সারা দেশে মোট ৬৪ হাজার ঘর নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এটা একটি ইনোভেটিভ প্রকল্প। এটা ত্রাণ মন্ত্রণালয়ের টিআরের টাকা আছে এখান থেকে আমরা প্রথমে ২০৮ কোটি পরে ১০৮ কোটি মোট ৩১৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছি যাদের এক বা অর্ধশতাংশ জায়গা আছে। তিনি আরও জানান, যারা ফ্লাড লেভেলের নিচে আছে, যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে তারা এই ঘরগুলো পাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড