• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শফীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

  গাইবান্ধা প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৫০
বিক্ষোভ
বাম গণতান্ত্রিক নারী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

সুবর্ণচরসহ সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আল্লামা শফীর নারী সমাজের প্রতি দেওয়া অগণতান্ত্রিক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিতে বুধবার (১৬ জানুয়ারি) সকালে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধার বাম গণতান্ত্রিক নারী সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, কমিউনিস্ট পার্টি নারী সেলের প্রধান সুপ্রিয়া ঘোষ, মিতা হাসান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা আহ্বায়ক ইসরাত জাহান লিপি প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে ফ্যাসি বাদী শাসন পাকাপোক্ত করার জন্য ধর্ষণের উৎসবের মধ্য দিয়ে যাত্রা শুরু করে সেই ধর্ষণের রাস্তাকে জায়েজ করার জন্য মৌলবাদী চিন্তার পৃষ্ঠপোষকতা করছে। তাই অবিলম্বে আল্লামা শফীর ন্যক্কারজনক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা এবং সেই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুধু তাই নয়, অব্যাহত নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড