• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাংকিং সুবিধা না থাকায় ভোগান্তির স্বীকার হাজারো ব্যবসায়ী

  পঞ্চগড় প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, ১২:২৫
পঞ্চগড়
বাংলাবান্দা স্থলবন্দর (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কয়েক হাজার ব্যবসায়ী ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানি করতে গিয়ে এলাকায় বেসরকারি ব্যাংক না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন।

তেঁতুলিয়া পাথর বালি ও শ্রমিক কল্যাণ সমিতির কোষাধক্ষ্য ইব্রাহিম দৈনিক অধিকারকে বলেন, প্রতিদিন ২০ কোটি টাকা লেনদেন হয়। আমরা কোটি কোটি টাকা ভ্যাট, ট্যাক্স দিয়ে থাকি। কিন্তু ব্যাংক সেবা নিতে হয়রানি হতে হয়। সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ ভজনপুরে যেন একটি বেসরকারি ব্যাংকের শাখা দেওয়া হয়।

আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইদুর রহমান জানান, এলসি করতে যেতে হয় দিনাজপুর ইসলামী ব্যাংক এডি শাখায়।

বাংলাবান্ধা বন্দর আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য মোজাফ্ফর হোসেন দৈনিক অধিকারকে বলেন, বাংলাবান্ধা বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা দৈনিক ৩০ কোটি টাকার বেশি লেনদেন করেন।

পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরে গিয়ে ব্যাংকিং সেবা নিতে হয়। বাংলাবান্ধা ও পঞ্চগড়ের মধ্যবর্তী এলাকা তেতুলিয়া অথবা ভজনপুরে যেন ইসলামী ব্যাংকের শাখা হয়। এছাড়া পঞ্চগড়ের শাখাটি যেন এডি ব্র্যাঞ্চ করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড