• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশ এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না : পরিকল্পনামন্ত্রী 

  অধিকার ডেস্ক    ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৫০

পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ছবি : সংগৃহীত)

আগামী পাঁচ বছরে দুর্নীতির লাগাম আরও টেনে ধরা হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি কমে আসছে। দেশ এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না।’

সিলেট সার্কিট হাউজে শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মান্নান বলেন, ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণই আমার মূল লক্ষ্য। পরিকল্পনা মন্ত্রণালয়ের আগের যে কার্যক্রম আছে, তাতে পরিবর্তন আনার খুব একটা সুযোগ নেই। কিন্তু কাজে গতি আনার চেষ্টা চলবে।’

সিলেট-ঢাকা চারলেন মহাসড়কের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা আছে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সিলেট-ঢাকা ডাবল গেজ রেললাইন স্থাপন, হাওর উন্নয়নেও আমাদের পরিকল্পনা আছে। মন্ত্রিসভায় সিলেটের পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন। সবাই মিলে সিলেটের উন্নয়নে যা করার করা হবে।’

এ সময় সভায় সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড