• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি বাবু

  আড়াইহাজার প্রতিনিধি

১২ জানুয়ারি ২০১৯, ১৮:০৯
নারায়ণগঞ্জ
দোকান পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি বাবু

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সমাজকল্যান বাজারে স্থানীয় খোরশেদ আলমের মার্কেট (১১ জানুয়ারি) শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আগুন লেগে প্রায় ০৬ টি দোকান পুড়ে যায়। খবরটি শোনার পর ১২ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলার নব নির্বাচিত এমপি জন বান্ধব নেতা নজরুল ইসলাম বাবু।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দেন। তিনি বলেন যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। মাধবদীর নুরালাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব খাদেমুল ইসলাম ফয়সাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হতে পারে। মাধবদী থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মানুষের কোনো ক্ষতি হয়নি।

আগুনে যে দোকানগুলো পুড়েছে তার মধ্যে মুদি দোকান, ওষুধের দোকান, সেলুন ও রয়েছে। দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল যা আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অনেক যা এই মুহূর্তে নিরুপন করা সম্ভব নয়। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আগুনে ঘরের টিনগুলো পর্যন্ত ঝলসে গেছে।

এই ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, জীবনে এই রকম আগুনের শিখা দেখেনি, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় আগুন নেভাতে আমরা সক্ষম হয়েছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড