• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে ৮ নৌকায় গায়েবী আগুন

  কক্সবাজার প্রতিনিধি

১২ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭
অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

টেকনাফে মানব পাচার ও মাদকের চালান খালাসের জোন হিসেবে খ্যাত উপকূলীয় মুন্ডার ডেইল ঘাটে গায়েবী আগুনে এসব কাজে ব্যবহৃত ৮টি মাছ শিকারি বোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সাগর উপকূলীয় পয়েন্টে ইয়াবা চোরাচালান ও মানব পাচার কাজে সম্পৃক্ততার কারণে কথিত গায়েবী আগুনে শাকের মাঝির ২টি, রহমুল্লাহর ১টিসহ মোট ৮টি মাছ শিকারি নৌকা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই আইন প্রয়োগকারী কোন সংস্থা এই ব্যাপারে অবগত না বলে জানা গেছে।

এদিকে গত বছরের ১৯ অক্টোবর রাতে ওসি প্রদীপ কুমার দাশ টেকনাফ মডেল থানায় দায়িত্বভার গ্রহণের পর হতে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। এর পরপরই উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’, ইয়াবা ডনদের রাজ-প্রাসাদে গায়েবী হামলা এবং শুক্রবারে গায়েবী আগুনের ঘটনা ঘটে।

এসব কারণে টেকনাফসহ দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়া মাদক চোরাচালানে ভাটা পড়ে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাদক চোরাচালানকারীরা আবারো সক্রিয় হওয়ার চেষ্টা হলে ‘বন্দুকযুদ্ধ’ এবং গায়েবী আগুনের সূত্রপাত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড