• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুল চিকিৎসায় মরল শিশুটি

  কুমিল্লা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০১৯, ২০:০৩
শিশু
মৃত শিশুটি ও স্বজনদের আহাজারি (ছবি- দৈনিক অধিকার)

কুমিল্লায় ডাক্তারের ভুল চিকিৎসায় খুশি নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে।

শুক্রবার (১১ জানুয়ারি) জেলার চৌদ্দগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার (নোয়াপাড়া) গ্রামের দিনমজুর মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত হোমিও ডাঃ বেলাল হোসেন দোকান ছেড়ে পালিয়ে গেছেন।

জানা যায়, নিহত শিশু খুশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। গত তিন দিন আগে ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসলে ডাক্তার সেফট্রোন-৫০০ এমজির ইনজেকশন শিশুটির শরীরে পুশ করে। পরদিন (শুক্রবার) সকালে ১টি এবং বিকেলে আরেকটি পুশ করার ৫ মিনিটের মধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষনিক শিশুটিকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন জানান, শিশু মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহত শিশুর পরিবার অভিযোগ দিলে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। হোমিও ডাক্তার এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার যৌক্তিকতা নেই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড