• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে টাকা দিয়েও বিদ্যুৎ পায়নি ১৫টি হিন্দু পরিবার

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১০ জানুয়ারি ২০১৯, ১২:০৮
বিদ্যুতের মিটার
বিদ্যুতের মিটার বক্সে মিটার নেই ( ছবি : দৈনিক অধিকার )

বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি খরচে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কার্যক্রমকে একটি চক্র অর্থের লোভে সাধারণ মানুষকে প্রতারিত করছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যুৎ অফিসে মাত্র ৪শ ৫০ টাকা মিটারের জামানত দিয়ে বিদ্যুতের নতুন সংযোগ মিললেও নাম ভাঙিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর আমিন পাড়া এলাকায় তিন বছর আগে চাহিদা অনুযায়ী টাকা দিয়েও বিদ্যুতের নতুন সংযোগ পাননি ১৫টি হিন্দু পরিবার।

অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের রায়পুর এলাকার সাবেক অঞ্চলিক পরিচালক রেজাউল করীম (রাজু মাস্টার) ও ওয়্যারিংম্যান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। ভুক্তভোগীরা হলেন- ওই এলাকার ভূবেন, বিরেশ, কলেন, দ্বিলীপ, মধুসুদন, পলাশ, অণু, বিপ্লব, ভাঙ্গা, নিপেন, আজাদ, বিশু, বচাই, মহেশ ও প্রেম লাল।

বিরেশ বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে তখনকার পরিচালক রাজু মাস্টারের সাথে বিদ্যুতের নতুন সংযোগের জন্য ৭ হাজার টাকা করে প্রতি মিটারের জন্য চুক্তি হয়। সে সময় তাকে টাকা দেওয়ার পরে ২০১৮ সালের জুন মাসে নতুন পিলার বসিয়ে নতুন তার লাগানো হয়েছে। তিনি আরও বলেন, পরে আবার রাজু মাস্টার ওয়্যারিংম্যান আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করে তার সাথে ২২শ টাকার চুক্তি হয়। কুদ্দুস এর মধ্যে ওয়্যারিং করে দিলেও এখন পর্যন্ত পল্লী বিদ্যুৎ অফিসে মিটারের জন্য টাকা পরিশোধ করেনি রাজু মাস্টার। সরকারি খরচে নতুন লাইন নির্মাণ হলেও আমাদের বিভিন্নভাবে বুঝিয়ে টাকা নিয়েছে তারা।

ভুক্তভোগী কলেন পাল বলেন, আজ হবে, কাল হবে বলে বলে সময় পার করছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। রাজু মাস্টার বলে ছিল গত দুর্গা পূজার আগে নতুন সংযোগ লাগানো হবে কিন্তু আজও হয়নি। বিদ্যুতের আলো না থাকায় ছেলে মেয়েরা ভালোভাবে পড়া-লেখা করতে পারছে না। চাহিদা মতো রাজু মাস্টার ও কুদ্দুসকে টাকা দিয়েছি আরও টাকা চাইছে না হলে বিদ্যুৎ দিবে না বলে হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় ওয়্যারিংম্যান আব্দুল কুদ্দুস বলেন, ২২শ টাকা নিয়ে ১৫শ টাকার মালামাল দিয়ে ওয়্যারিং করে দিয়েছি এলাকা পরিচালক রাজু মাস্টার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করলেও এখনও ট্রান্সফার্মা না লাগানো কারণে অফিসে টাকা জমা দিতে পারছি না। আমি যে পরিমাণ টাকা নিয়েছি কাজ শেষ করতে লোকশান হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে রায়পুর এলাকার সাবেক অঞ্চলিক পরিচালক রেজাউল করীম (রাজু মাস্টার) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে খুজে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক আবু আশরাফ শাহ বলেন, সরকারি খরচে বিদ্যুতের লাইন দেওয়া হচ্ছে। শুধু মাত্র ৪শ ৫০ টাকা নেয়া হচ্ছে মিটারের জামানত হিসেবে। সাধারণ মানুষেরা দালালের মাধ্যমে প্রতারিত হতে পারে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড