• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের আগেই মংলা বন্দরের শ্রম মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়া হবে

  মোংলা প্রতিনিধি

০১ জুন ২০১৮, ১১:০৩

প্রধানমনন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এবং নির্দেশনায় মংলা বন্দরের উন্নয়ন হচ্ছে। দক্ষিণ জনপদের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার ঘাটতি নেই। পদ্মা সেতু চালু হলে তার সুফল মংলা বন্দর পাবে। বন্দরের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। ঈদের আগেই ষ্টিভেডর মালিকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বন্দর শ্রমিক-কর্মচারিদের মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়া হবে। ৩১ মে বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবন চত্বরে মংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নব নির্বাচিত কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত বাগেরহাট-৩ এর সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এছাড়া বক্তব্য রাখেন বন্দর ব্যবহারকারী মংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সি এ্যান্ড এফ অ্যাসোসিয়েশন’র সভাপতি সুলতান হোসেন খান ও মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ জামান পল্টু।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( ট্রাফিক ) মোস্তফা কামাল, সচিব ওয়াহিদুল আলম, সহকারি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, মংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি সেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, রামপাল প্রেসক্লাব সভাপতি মোঃ হাদিউজ্জামান হাদি, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্ধিতায় নব নির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেন বন্দর পরিচালনায় যেসকল শ্রমিক-কর্মচারি হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের মজুরি বৃদ্ধিসহ সুযোগ-সুবিধার দিকে বন্দর কর্তৃপক্ষকে নজর দিতে হবে। সভাপতির বক্তব্যে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর কে এম ফারুক হাসান বলেন সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় নগর পিতা তালুকদার আব্দুল খালেক এবং বন্দর মাতা বেগম হাবিবুন নাহারের নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টায় মংলা বন্দর সফলতার চরম শিখরে পৌছে যাচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান নব নির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে বন্দরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। সবশেষে প্রধান অতিথি দোয়া-মোনাজাত ও ইফতারে অংশ নেন।

এর আগে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বিকেল সাড়ে ৪টায় দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভায় সভাপতি হিসেবে যোগদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড