• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেন্দ্র ছেড়ে ডিসি কার্যালয়ে বিএনপি প্রার্থীর অবস্থান কর্মসূচি

  অধিকার ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭

বিএনপি প্রার্থী
জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জামালপুর-৫ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। (ছবি : সংগৃহীত)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে রবিবার (৩০ ডিসেম্বর) ভোট গ্রহণের সময় কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মূলত এ কারণে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন নির্বাচন বর্জনের পর একইদিন জেলা প্রশাসক আহমেদ কবীরের কার্যালয়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। যদিও প্রায় এক ঘণ্টা পর জেলা প্রশাসক তাকে কার্যালয় থেকে বের করে দেন।

এরপর একইদিন সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ‘পুলিশের উপস্থিতিতে বিভিন্ন ভোটকেন্দ্রে রাতের বেলা সিল মারা হয়েছে। আজকে সকাল থেকে প্রায় ৪৫টা কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয় নাই। কয়েকটি জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা করা হয়েছে। কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

বিএনপি মনোনীত এ প্রার্থী আরও বলেন, ‘এখন কেন্দ্রগুলো দখল করে সিল মারা হচ্ছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি রাতে কয়েকবার চেষ্টা করেছি, সকালেও চেষ্টা করেছি। ফোন রিসিভ করে না।’

তিনি আরও বলেন, ‘এখন সকাল প্রায় সাড়ে ৯টা বাজে, উনি কার্যালয়ে আসেন নাই। এ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তায় আমার জানামতে, প্রায় ফিফটি পারসেন্টের অধিক কেন্দ্র দখল করে সিল মারা হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড