• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ দেখেই ভয়ে আসামির মৃত্যু!

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০

পুলিশের ভয়ে আসামির মৃত্যু
(ছবি : প্রতীকী)

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ দেখে ভয়ে অচেতন হয়ে জামাল উদ্দিন রিপন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, একাধিক মামলার আসামি রিপন আটকের সময় আচমকা অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় রিপনকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, ঘটনার দিন রাতে যাত্রাবাড়ী কাজলা শেখদি বাজার এলাকা থেকে পুলিশের এক অভিযানে তাকে আটকের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘রিপন আগে থেকেই উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে—হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, রিপন যাত্রাবাড়ী থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। ঢামেকে মৃত ঘোষণার পর নিহতের পরিবারের আপত্তির কারণে তাকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আবারো তাকে ঢামেকে আনা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড