• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে যুবলীগ নেতা খুন, আসামি সাড়ে ৩শ

  নোয়াখালী প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৭
নিহত
নিহত যুবলীগ নেতা মো. হানিফ (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীর সদর উপজেলার যুবলীগ নেতা মো. হানিফকে হত্যার ঘটনায় বিএনপি এবং জামায়াতের প্রায় সাড়ে ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে নোয়াখালী সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া এলাকায় বিএনপির মিছিল থেকে মরিচের গুঁড়া ছিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দিয়ে শটগান দিয়ে গুলি করে হানিফকে হত্যা করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, উপজেলার এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন বাদী হয়ে বুধবার (১২ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করেন।

হানিফ এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মফিজ উল্যার ছেলে এবং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এজাহারে ৩৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে বলে ওসি জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড