• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউএনও’র নামে চাঁদাবাজি, প্রতারক আটক

  সখীপুর প্রতিনিধি, টাঙ্গাইল

১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৭
আটক
আটক প্রতারক আমিন আহমেদ (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের সখীপুরে ইউএনও’র লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আমিন আহমেদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উপজেলার হলদিয়া চালার স্থানীয় ব্যবসায়ীরা আটক করে তাকে পুলিশে দেয়।

এ ঘটনায় সোমবার (১০ ডিসেম্বর) রাতে ওই এলাকার ব্যবসায়ী চান মাহমুদ বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। আমিন আহমেদ নিজেকে ‘সাপ্তাহিক সামাল’ পত্রিকার সাংবাদিকও পরিচয় দেন। সে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ ভন্ডশহর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বিজয় দিবসের আমন্ত্রণপত্র হাতে নিয়ে ইউএনও’র লোক পরিচয় দিয়ে হলদিয়াচালা এলাকার স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে আসেন আমিন আহমেদ। মুঠোফোনে অন্য এক প্রতারক দিয়ে ফোন করিয়ে ইউএনও সাহেব ফোন দিছে বলে ব্যবসায়ীদের কাছে মুঠোফোনে কথা বলিয়ে দেয় সে। মুঠোফোনে কথা বলা সন্দেহ হলে বিষয়টি উপজেলার ইউএনও আমিনুর রহমানকে অবহিত করে আমিন আহমেদকে আটক করে জনতা। এ সময় সে নিজেকে ‘সাপ্তাহিক সামাল’ পত্রিকার সাংবাদিকও পরিচয় দেন। পরে তাকে সখীপুর থানার পুলিশের কাছে তুলে দেন ব্যবসায়ীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ কাজ করেছে। সে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

মামলা তদন্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, আমিন আহমেদকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ প্রতারক চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড