• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলের কৌশিক এখন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

  অধিকার ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:২৪

মাশরাফি
ছবি : সংগৃহীত

মাশরাফি বিন মুর্তজা তাকে নড়াইলের মানুষ কৌশিক বলেও ডাকে। স্কুলজীবন থেকেই ক্রিকেটে হাতেখড়ি মাশরাফির। এইচ.এস.সি পাস করার পরেই জাতীয় ক্রিকেটদলে নাম লিখিয়েছিলেন তিনি। তার দুর্দান্ত খেলার গতি ও কোমল আচরণে কোটি ভক্তের মনে স্থান দখল করে নিয়েছে। আজ সে জনতার গুরু বলে নামে পরিচিত। ভক্তদের এই গুরুর পারিবারকি সূত্র জানায়, মাশরাফি বাল্যকাল থেকেই ছিলেন ক্রিকেট প্রেমী। বন্ধুরা ঘণ্টায় ঘণ্টায় আড্ডা দিয়ে বেড়ালেও মাশরাফি ব্যস্ত থাকতেন ক্রিকেট খেলা নিয়ে। বন্ধুদের সাথেও চুটিয়ে আড্ডা মেরেছেন। কিন্তু ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসবেন এমন কোনো ইচ্ছেই ছিল না মাশরাফির। তবে নড়াইলের মানুষের উন্নয়নের কথা ভেবেছেন স্কুল-কলেজ জীবন থেকেই। বর্তমানে সবার প্রিয় মাশরাফি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নড়াইল-২ আসনে সংসদ সদস্য পদের প্রার্থী হয়েছেন।

মাশরাফি নড়াইলে গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও মাশরাফি ফাউন্ডেশনে। যেখানে দুস্থদের সহযোগিতা প্রদান,পরিবেশ রক্ষায় শহরে উন্নত ডাস্টবিন স্থাপন, সবুজ-শ্যামল বাংলা গড়তে গাছের চারা রোপন, শীতার্তদের কম্বল বিতরণ, কৃষকদের সার, বীজ প্রদান, শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় ওই দুটি সংগঠনের মাধ্যমে।

মাশরাফি সাংবাদিকদের বলেন, জনপ্রতিনিধি হয়ে অবহেলিত নড়াইলের ব্যাপক অবকাঠামোগত উন্নয়নসহ সামাজিক নানা উন্নয়ন কাজ করতে চাই। আমি আমার মাতৃভূমি বাংলাদেশের জন্য আরও বেশি কিছু করতে চাই। মানুষের বেশি বেশি ভালোবাসা পেতে চাই। এমনিক তার টাকায় অনেক শিক্ষার্থী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে।

নড়াইল-২ আসনের সদর উপজেলার সচেতন ভোটার অ্যাড. তারিকুজ্জামান লিটু বলেন, মাশরাফি অসম্ভব ভালো ছেলে। তার হাত ধরেই নড়াইলবাসী অনেক ভালো কিছু পেতে যাচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড