• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে ৬টি আসনে ১৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  দিনাজপুর প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪
দৈনিক অধিকার
ছবি : প্রতীকী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনাজপুরের ৬টি আসনে বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, গনফোরাম ও স্বতন্ত্র প্রার্থীসহ ১৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-দিনাজপুর-১ আসনে আব্দুল হক (ওয়ার্কার্স পার্টি), মোহাম্মদ তোফাজ্জল হোসেন (বিএনপি), মো. মাহবুব আলম (জাতীয় পার্টি) ও মো. মনজুরুল ইসলাম (বিএনপি)।

দিনাজপুর-২ আসনে অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম (বিএনপি), দিনাজপুর-৩ (সদর) আসনে মোফাজ্জল হোসেন দুলাল (বিএনপি), দিনাজপুর-৪ আসনে হাফিজুর রহমান সরকার (বিএনপি), দিনাজপুর-৫ আসনে এসএম জাকারিয়া বাচ্চু (বিএনপি), মনসুর আলী (স্বতন্ত্র)।

দিনাজপুর-৬ আসনে কাজী আবু জাফর মুহম্মদ লুৎফুর রহমান চৌধুরী (ন্যাপ), মো. দেলওয়ার হোসেন (জাতীয় পার্টি), আতাউর রহমান (স্বতন্ত্র), রবীন্দ্র সরেন (ওয়ার্কার্স পার্টি), মো. নুরুন্নবী মন্ডল (গণফোরাম), আজিজুল হক চৌধুরী (স্বতন্ত্র), মো. শাহিনুর ইসলাম (বিএনপি), মো. সাখাওয়াত হোসেন শিল্পী (বিএনপি) এবং মো. লুৎফর রহমান মিন্টু (বিএনপি)।

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলা ৬টি সংসদীয় আসনে মোট ৩৪ প্রার্থী প্রদ্বিন্দ্বিতা করবেন। এর মধ্যে দিনাজপুর-১ আসনে ৬ জন, দিনাজপুর-২ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে ৬ জন, দিনাজপুর-৪ আসনে ৭ জন, দিনাজপুর-৫ আসনে ৬ জন ও দিনাজপুর-৬ আসনে ৪ জন প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রবিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড