• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম ১৬ আসনে ১৯ জনের প্রার্থিতা প্রত্যাহার

  চট্টগ্রাম প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৭
দৈনিক অধিকার
ছবি : প্রতীকী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৯ জন প্রার্থী। রবিবার (৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তারা আবেদন করেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই): বিএনপির কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম -২ (ফটিকছড়ি): বিকল্পধারার মাজহারুল হক শাহ, চট্টগ্রাম -৪ (সীতাকুন্ড):ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বশর মো. জয়নাল আবেদিন, চট্টগ্রাম- ৫ ( হাটহাজারী): বিএনপির শাকিলা ফারজানা, চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া): বিএনপির আবু আহমেদ হাসনাত, শওকত আলী নুর ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আহমেদ রেজা, চট্টগ্রাম- ৮ (বোয়ালখালী): জাতীয় পার্টির (জেপি) ফাতেমা খুরশিদা সুমাইয়া, চট্টগ্রাম -৯ (কোতোয়ালি-বাকলিয়া): ন্যাপের আলী নেওয়াজ খান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. আবু হানিফ, চট্টগ্রাম -১০ (হালিশহর): জাসদের মো. আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ, চট্টগ্রাম - ১১ (বন্দর): জাসদের মো. জসিম উদ্দিন ও জেএসডির ক্যাপ্টেন শহিদ উদ্দীন মাহবুব, চট্টগ্রাম- ১২ (পটিয়া): এলডিপির নাদিয়া আকতার, চট্টগ্রাম- ১৩ (আনোয়ারা): বিএনপির মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম - ১৪ (চন্দনাইশ): জাসদের (ইনু) সূযশ্ময় চৌধুরী, চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): বিএনপির শেখ মো. মহিউদ্দিন, চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী): এলডিপির অ্যাডভোকেট কফিল উদ্দিন।

নগরের ৬টি (আংশিক জেলা) আসন প্রসঙ্গে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেছেন, রোববার নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জেলার ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জয়নিউজকে বলেন, ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে আপিল করে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া রোববার প্রত্যাহারের শেষদিনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তিনি আরও বলেন, সোমবার (১০ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা পাঠিয়েছে। যেসব আসনে এক দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন দলগুলোর তালিকা দেখে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড