• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেই ইট ভাটায় জরিমানা

  লক্ষ্মীপুর প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪
ইট ভাটা
ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

লক্ষ্মীপুরে ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর বিষয়ে সংবাদ প্রকাশের পর ‘সংসার ব্রিকস’সহ দুইটি ভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ৯ নভেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহজাহান আলি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মো. শাহজাহান আলি বলেন, আইন অমান্য করে কাঠ পোড়ানোর অপরাধে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মেসার্স সংসার ব্রিকস ও মেসার্স ইউছুফ ব্রিকসকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর এ অভিযান চালায় প্রশাসন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড