• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জ-৬ : শাহজাদপুরে বিএনপির প্রার্থী বদল 

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩
নির্বাচন
ড. এম. এ মুহিত (দৈনিক অধিকার)

নানা-জল্পনা কল্পনার পর শেষ মুহূর্তে প্রার্থী বদল করে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম. এ মতিনের ছেলে ড. এম. এ মুহিতকে চূড়ান্ত করা হয়েছে। আগে এ আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিসকে। শনিবার (৯ ডিসেম্বর) গভীর রাতে প্রার্থী বদল করে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কামরুদ্দিন এহিয়া খান মজলিস আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যায়। দল ক্ষমতাচ্যুত হবার পর দলীয় কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। এ অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম.এ মতিনের ছেলে তারুণ্য ব্যক্তিত্ব ড.এম.এ মুহিত দলের হাল ধরেন। প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তাদের আপদে-বিপদে পাশে দাঁড়ান। দলীয় কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করছেন।

শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক মেয়র নজরুল ইসলাম জানান, ক্লিন ইমেজের প্রার্থী ড. এম.এ মুহিত। তাকে নিয়ে মাঠে নেমে ধানের শীষ বিজয় সুনিশ্চিত হবে বলে আমরা মনে করছি।

শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাসান হিরো জানান, প্রার্থী যেই হোক না কেন ধানের শীষে শাহজাদপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। যাকে বাদ দেয়া হয়েছে তিনিও একসাথে মাঠে কাজ করে ধানের শীষকে বিজয় করবে বলে আমরা মনে করছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড