• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপির ‘বন্দুক লোড’ থাকায় এমন কাণ্ড! 

  পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী

০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮
আহত
আহত অসিফ ইকবাল (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহীর পুঠিয়ায় আগ্নেয়াস্ত্র পরীক্ষা নিরীক্ষা করার সময় হঠাৎ গুলি বেড়িয়ে আসিফ ইকবাল একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের রুমে এ ঘটনা ঘটে। আহত অসিফ ইকবাল উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বিহাড়ী পাড়ার গোলাম কিবরিয়ার ছেলে।

জানা যায়, ওই কক্ষে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্দুকসহ আগ্নেয়াস্ত্র নবায়নের কাজ চলছিল। সেখানে উপস্থিত পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদের (দারা) শাটার গানটি নবায়নের জন্য পরীক্ষা নিরীক্ষার সময় গুলি বের হয়ে যায়। সে সময় গুলি রুমের মেঝেতে লেগে ছিটকে গিয়ে পাশে থাকা আসিফ ইকবাল পায়ে লাগে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহামুদ জানান, আমরা সচল অগ্নেয়াস্ত্র নবায়ন দিয়ে থাকি। সে জন্য আগ্নেয়াস্ত্রটি সচল আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার সময় গুলি বের হয়ে এ ঘটনা ঘটে। আগে থেকেই আগ্নেয়াস্ত্রের মধ্যে গুলি লোড থাকায় এ ঘটনাটি ঘটেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড