লক্ষ্মীপুর প্রতিনিধি ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯
লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতার ইট ভটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে কাঠ। জেলার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় ‘সংসার’ নামে ওই ভাটায় চলছে কাঠ পোড়ানোর মহোৎসব।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের যুবলীগ নেতা রুবেল সানী রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাটায় কাঠ পুড়ানো চালিয়ে যাচ্ছেন। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
এ দিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইট ভাটার মালিক রুবেল সানী কোনো কথা না বলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলি বলেন, কাট পুড়িয়ে পরিবেশ দূষণ ও ফসলি জমি নষ্ট করছে এমন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড