• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ

  সাভার প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৮, ১৫:০৯
আগুন
গ্যাস সিলিন্ডারের আগুনে পুরে যাওয়া আসবাবপত্র (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনের ঘটনায় এক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।

বুধবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিনের ৩ তলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাইজু বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালীয়া গ্রামে। তারা দুজনেই আশুলিয়ার স্টার লিং নামের পোশাক কারখানায় চাকরি করতেন।

অগ্নিদগ্ধ লাইজু বেগমের বাবা হৃদয় হোসেন জানান, সকালে প্রতিবেশীর খবরে তারা মেয়ের বাসায় ছুটে আসেন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, মেয়ে লাইজু বেগমের প্রায় ৮০ শতাংশ ও জামাই রফিকুল ইসলামের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতে রান্না করে গ্যাস সিলিন্ডারের চুলা ভালোমতো বন্ধ করা হয়নি। ফলে গ্যাস বের হয়ে কক্ষে ছড়িয়ে পরে। এ অবস্থায় সকালে আবার রান্না করতে গিয়ে আগুন জ্বালালে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্বামী-স্ত্রী দুজনেই দগ্ধ হন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড