• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুরে পরিবহন শ্রমিকদের ঘোষিত ধর্মঘট স্থগিত

  রংপুর প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, ১৭:০২

মালিক পক্ষ থেকে নিয়োগপত্র দেওয়ার দাবিতে রংপুরে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘোষিত ২১ নভেম্বব থেকে ডাকা অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় প্রশাসনসহ শ্রম অধিদপ্তর ও কলকারখানা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সাথে নিয়োগপত্র প্রদানের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা ও তাদের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এম এ মজিদ আরও বলেন, নিয়োগপত্রের জন্য ৪০ বছর ধরে পরিবহন শ্রমিকরা দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকপক্ষকে নিয়োগপত্র প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করলেও মালিকপক্ষ টালবাহানা করে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, নিয়োগপত্র প্রদানের দাবিতে চলতি মাসের গত ৪ নভেম্বর মালিক পক্ষকে ২০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড