• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফখরুলকে ঠেকাতে আ.লীগের কে?

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, ১৬:৪০
নির্বাচন
বামে মির্জা ফখরুল, ডানে প্রথমে রমেশ সেন ও সাহেদুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আ.লীগ-বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ চলছে এখনও। শেষ মুহূর্তে এসে এখন প্রার্থিতা নিশ্চিত করতে তদবিরে ব্যস্ত তারা। দলীয় নেতাদের বাড়িতে এখন রীতিমত উপচে পড়া ভিড়।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ মার্কা ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একক প্রার্থী হিসেবে মনোনীত সেটি দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে এ আসনে নৌকায় মনোনয়ন পেতে আ.লীগ থকে মনোনয়ন ক্রয় ও জমা দিয়েছেন ১৪ জন।

তবে আলোচনায় আছেন, বর্তমান সাংসদ সদস্য রমেশ সেন ও প্রয়াত সাংসদ খাদেমুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সাহেদুল ইসলাম। যদিও এর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জোটগতভাবেই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত তালিকা মনগড়া, এগুলোর অবাস্তব, বাস্তব সম্মত ভিত্তি নেই।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘বিএনপির মহাসচিব আমাদের অভিভাবক। এ আসনে তার কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড