• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনালি আঁশে কৃষকের ‘হতাশা’

  অধিকার ডেস্ক    ২২ মে ২০১৮, ১৫:৫১

পাটকে বলা হয় সোনালি আঁশ। আর সেই সোনালি আঁশের কাঙ্খিত দাম ও কাটার পর পচানোর জায়গা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কৃষকরা। এ বছর যশোরের শার্শায় পাটের লক্ষ্যমাত্রার তিন ভাগের এক ভাগ জমিতেও চাষ করেননি কৃষকরা।

দিন দিন কমে যাচ্ছে খাল-বিলের পানি। অনেক নদীতে পর্যাপ্ত পানিও থাকেনা। এর ফলে কৃষকরা পাট চাষে বিমুখী হচ্ছেন। তাদের চোখে মুখে কেবলই হতাশার ছাপ।

যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার সবুজ শ্যামল বিস্তীর্ণ মাঠে পাটের বদলে অন্য ফসলের চাষ করছেন কৃষকরা। তবে কিছু জমিতে দেখা মিলেছে পাটের।

স্থানীয় এক কৃষক জানান, গতবার পাঁচ বিঘা জমিতে পাট চাষ করলেও বাজার দর ভালো না থাকায় এবার তিনি আর পাট চাষ করছেন না। গতবার তার প্রায় পাঁচ হাজার টাকা লোকশান হয়।

অন্য এক কৃষক জানান, পাট ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন বেশি থাকায় প্রচুর কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এর কারণে অতিরিক্ত পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। নদীতে পানি না থাকায় পর্যাপ্ত সেচ দেয়া যাচ্ছেনা। এত পরিশ্রমের পর যদি উপযুক্ত মূল্য না পাওয়া যায় তবে পাট চাষ বন্ধ করে দিতে হবে।

উল্লেখ্য, হাওড়-বাওড়ে পাট না পচালে পাটের ভাল রং আসে না। ফলে ভালো দাম পাওয়া যায়না। খাল, বিলও নদী-নালা প্রায় সব প্রভাবশালীদের দখলে চলে গেছে এবং গ্রামের পুকুরগুলোতেও এখন মাছ চাষ হচ্ছে। ফলে পাটের ক্ষেতে সেচ দেয়া কঠিন হয়ে যাচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড