• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চেয়ারম্যানের বিরুদ্ধে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, ২০:৫৩
সুনামগঞ্জ
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নিয়ে স্থানীয় বাজারে বিক্রিয় করার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে সড়কে লাগানো ২ লাখ টাকার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত এক সপ্তাহ যাবত বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-সোহালা রাস্তার ইউছবপুর নামক এলাকায় প্রায় ৪টি সরকারি রেন্টি গাছ কেটে নিয়ে তার তত্ত্বাবধানে তিনি স্থানীয় বাদাঘাট বাজারের বিক্রি করেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী র্কমর্কতা পূর্নেন্দু দেব এমন খবর পেয়ে গতকাল রবিবার বিকালে তাহিরপুর সদর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা কর্মকর্তা আশিষ কুমার রায় সরেজমিনে গিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-সোহালা রাস্তায় কেটে ফেলা গাছগুলো জব্দ করে আসেন। কেটে ফেলা ৪টি রেন্টি গাছের বর্তমান বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, বাদাঘাট-সোহালা রাস্তার ওপর গাছগুলো আমার পিতা আলহাজ জয়নাল আবেদীন রোপন করেছিলেন তাই নিজের গাছ হিসেবে কাটা হয়েছে বলে দাবী করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড