• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ারেন্টভূক্ত ১৪ আসামী গ্রেফতার

  চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ

১৮ নভেম্বর ২০১৮, ২০:০৩
হবিগঞ্জ
ওয়ারেন্টভূক্ত ১৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৩৪টি ওয়ারেন্টভূক্ত ১৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। (১৭ নভেম্বর) গভীর রজনীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশনায় শনিবার গভীর রজনীতে সিনিয়র এএসপি মাধবপুর সার্কেল ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নেতৃত্বে এস আই ও এ এস আইসহ বিপুল সংখ্যক পুলিশের ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সি’আর ও জি’আর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।

ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন- উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের লাল মিয়ার ছেলে আবেদ মিয়া (৩০), কালিকা পুর জাহির মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২), মদির কুনার ইব্রাহীম মিয়ার ছেলে সানি (২৩), হাতুন্ডা গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে ইদ্রিস (৩০), কাটুয়ামারা ৫টি মামলার পলাতক আসামী রমজান আলীর ছেলে রুবেল মিয়া (২৭), হাকাজোড়া গ্রামের আশ্বব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫), পুরান টিলার রেন্টু রায়ের ছেলে মানিক সরকার (২৯), মৃত বাদল রায়ের ছেলে মেঘনাথ রায় ঘাটুলা (৩৫), জহুর লালের ছেলে ভূট্টো ভূইয়া, কৃষ্ণনগর এলাকার আব্দুল জলিলের ছেলে রাহিদ (২৬), দক্ষিণ হাতুন্ডার মৃত আব্দুল হাইর ছেলে আব্দুল আউয়াল (৩০), মানিক ভান্ডার গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে রকি মিয়া (৩৫) ও আব্দুর নুরের ছেলে ছায়েদ মিয়া (৩২)।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বলেন পুলিশের অভিযানে সার্কেলসহ সকল ফোর্সে দুর্দান্ত সাহসী পদক্ষেপে কারণেই এ সমস্ত পলাতক আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ওসি কে এম আজমিরুজ্জামান, জানান আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে শ্রীঘরে প্রেরণ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড