• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিলুরখামার-হাসনাবাদ গণহত্যা দিবস আজ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৮, ১১:১৪
নিলুরখামার-হাসনাবাদ

আজ ১৬ নভেম্বর। নাগেশ্বরীর নিলুরখামার ও হাসনাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রামের নাগেশ্বরী সদর থেকে ৬ কিলোমিটার উত্তরে সন্তোষপুর ইউনিয়নে পাক বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

ইউনিয়নের আলেপেরতেপথি, চরুয়াটারী, কাইটটারী, সূর্যেরকুটি, সাতানি, ব্যাপারীহাটসহ কয়েকটি গ্রামে পাকবাহিনী অতর্কিতে হামলা চালালে ভিতসন্ত্রস্ত মানুষ নিলুরখামার গ্রামে আশ্রয় নেন। এ সময় হানাদাররা গ্রামের তিনদিক থেকে ঘিরে নির্বিচারে গুলিবর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে ইউনিয়ন পরিষদের সেক্রেটারি আপর আলী, বাচ্চানী খাতুন, মইনুদ্দিন মুন্সী, আব্দুস সালাম মুন্সী, হাজেরা খাতুন, আজিজুর রহমানসহ ৭৯ জন শহিদ হন। তবে সেদিনের ক্ষত বুকে নিয়ে রোকেয়া বেগম, মালেকা বেগম, জামাল, মিছির আলীসহ অনেকে এ গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বেঁচে আছেন।

একই দিনে হাসনাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাকিস্তানি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সেদিন নিরপরাধ ২৯ জন মানুষকে ধরে এনে পাখির মতো গুলি করে মারা হয়। হাসনাবাদের মনিয়ারহাটের মুক্তিযোদ্ধার বাবা আগু মিয়াকে ধরে নিয়ে এসে হাত-পা বেঁধে আগুনে নিক্ষেপ করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড