• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রলীগের বিক্ষোভ

  গাইবান্ধা প্রতিনিধি :

১৬ নভেম্বর ২০১৮, ০৩:২১
গাইবান্ধায় ছাত্রলীগের বিক্ষোভ
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রলীগের বিক্ষোভ। (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নগরীর ১নং ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। সে সময় সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে নাশকতা চালিয়েছে এবং পুলিশের ভ্যানে আগুন দিয়েছে, এটা তাদের ঐতিহ্যগত চরিত্র। গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা এর আগেও একই কাজ করেছে দেশবাসী তা জানে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পনা করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য গাইবান্ধা জেলা ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে।’

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দৌলা বাধন, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফাহিম ইসলাম দীপ ও রুহুল মোস্তফা রাতুল।

তাছাড়া আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ইবনে হাসান জীবন, ছাত্রনেতা আতিক হাসান মিল্লাত, তৌফিকুর রহমান মিশুক, রায়হান, কামাল, শাওন, আপেল, তানভীর, বাপ্পি, রফিক, পিয়াসসহ প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড