• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ.লীগে ২ আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ৩ ডজন

  আসিফ হাসান কাজল

১৪ নভেম্বর ২০১৮, ১১:২৬
মনোনয়ন
মনোনয়ন প্রত্যাশীরা (ছবি : দৈনিক অধিকার)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার মাত্র দুটো সংসদীয় আসনের বিপরীতে অন্তত তিন ডজন আওয়ামী লীগ প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। সর্বশেষ আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে একাধিক সূত্র থেকে এমন তথ্য মিলেছে।

দশম সংসদ নির্বাচনে মাগুরা জেলার সংসদীয় দুটো আসনেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন- আওয়ামী প্রার্থী মাগুরা-১ আসনে মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব এবং মাগুরা-২ আসনে অ্যাড. বিরেন শিকদার। একাদশ সংসদ নির্বাচনে এই দুই সাংসদ ছাড়াও জেলার একাধিক আওয়ামী নেতারা নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করেছেন বলে জানা গিয়েছে। মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন অন্তত ১৬ জন প্রার্থী। এছাড়াও মাগুরা-২ আসনে এই আশায় রয়েছেন কমপক্ষে ২০ জন।

মাগুরা-১ আসন (মাগুরা-শ্রীপুর)’র জন্য যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুজ্জামান শিখর।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ আসনের জন্য আরও যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু। আশি’র দশকে মাগুরা জেলা ছাত্রলীগের তুখোড় নেতা রাশিয়া আওয়ামী লীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, গেল নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী রফিকুল ইসলাম।

এছাড়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন- সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের বর্তমান প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল ফকির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রিয় উপকমিটির সহসম্পাদক সাবেক ছাত্রনেতা পঙ্কজ সাহা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।

অপরদিকে, মাগুরা-২ আসন (মোহাম্মদপুর-শালিখা) বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বিরেন শিকদার ছাড়াও যারা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ৯৪ উপনির্বাচনের আলোচিত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চু।

এ আসনে অন্যদের মধ্যে গেল নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল মান্নান, শালিখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি পিপি অ্যাড. কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ডক্টর ওহিদুর রহমান টিপু, গোলাম খোরশেদ শুভ্র, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন, ছাত্রলীগ নেতা নবীনুজ্জামান সুজন অন্যতম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড