• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন বছর ধরে স্টেশনে অভিনব প্রতিবাদ

  গাজীপুর প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৮, ২১:৪৫
প্রতিবাদ
স্থানীয়দের লাল পতাকা প্রতিবাদ (ছবি : সংগৃহীত)

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে রেল মন্ত্রীর প্রতিশ্রুতির তিন বছরেও মেলেনি আন্তঃনগর যমুনা ট্রেনের যাত্রা বিরতি। যার কারণে প্রতিবাদ স্বরূপ লাল পতাকা দেখিয়ে তিন বছর ধরে ট্রেন থামাচ্ছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, তিন বছর আগে রেলওয়ে মন্ত্রী মজিবুল হক শ্রীপুর স্টেশনে এক জনসভায় ঘোষণা দেন সেখানে একটি ফুট ওভার ব্রিজ ও যমুনা ট্রেনের যাত্রাবিরতি হবে।

মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ হলেও হয়নি যমুনার যাত্রা বিরতি। মেলেনি অনুমোদন। আন্তঃনগর এ ট্রেনের যাত্রা বিরতির দাবিতে স্থানীয়রা তিন বছর ধরে দুই বেলা লাল পতাকা দেখিয়ে ট্রেনের যাত্রা বিরতি করাচ্ছেন।

এ দিকে, প্রতিদিন শত শত যাত্রী এ ট্রেনে ঢাকা-ময়মনসিংহ-গাজীপুরে যাতায়াত করে। টিকিট না থাকার কারণে সরকার হারাচ্ছে রাজস্ব। অনেক হয়রানির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। স্থানীয়দের দাবি মন্ত্রী যেন তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড