• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় জেলা শিবিরের ৫ নেতা গ্রেফতার

  নেত্রকোণা প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৮, ২১:৪৫
শিবির
ছবি : সংগৃহীত

নেত্রকোণা জেলা শিবিরের সভাপতি আবু হুরায়েরা মিল্কি ও সাধারণ সম্পাদক আবু ইসহাকসহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার পরিকল্পনার সময় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ইলেকট্রনিক ডিভাইস ও জিহাদি বইসহ রবিবার (১১ নভেম্বর) বিকালে নেত্রকোণা সদরের কাইলাটি ইউনিয়নের সাতবেড়িকান্দা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলে- শিবিরের জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক নাঈম, সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মালিক।

নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানকালে নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, শিবির নেতারা বিকালে আবুল কাশেমের বাড়িতে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের ওই ৫ নেতাকে গ্রেফতার করে।

তবে এ সময় কিছু নেতাকর্মী পালিয়ে যায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা, ইলেকট্রনিক ডিভাইস, জিহাদি ও দলীয় চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে বলেও জানান ওসি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড