• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  মাদারীপুর প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৮, ১৫:১৫
মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার ৩ নম্বর কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অমিত হোসেন কবির

মাদারীপুর সদর উপজেলার ৩ নম্বর কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অমিত হোসেন কবিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও প্রভাব বিস্তারের অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব করেছেন পরিষদের ৯ জন ইউপি সদস্য।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ, প্রভাব বিস্তারের অভিযোগে জেলা প্রশাসকের কাছে সরাসরি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সদস্যরা। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ও সচিব, দুদক চেয়ারম্যান ও সচিব, উপজেলা নির্বাহী অফিসার মাদারীপুর সদর অনুলিপি দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণ করার পর পরিষদের কার্যক্রমসহ সব উন্নয়ন প্রকল্প একক সিদ্ধান্তে বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডে নিম্নমানের কাজ, স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম, প্রভাব খাটিয়ে চাঁদা আদায়, ওয়ান পার্সেন্টর কাজ, কাবিখা, কাবিটা, টি আর, ৪০ দিনের কর্মসূচি, আশ্রয়নে উন্নয়ন কর্মকাণ্ডের অর্থ আত্মসাৎ, গ্রাম্যশালিসে বিচার প্রার্থীদের নির্যাতন ও বেআইনি জরিমানা, বয়স্ক ভাতার টাকায় জালিয়াতি, জন্ম নিবন্ধন ও অনলাইন সনদপত্রে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করেছেন চেয়ারম্যান মো. অমিত হোসেন কবির।

এ সব অপকর্মের বিরোধিতা করে চেয়ারম্যাকে সদস্যরা বারবার সর্তক করলেও তিনি নিজেকে সংশোধন করেনি। বরং ইউপি সদস্যদের প্রতি বেপরোয়া হয়ে ওঠেন চেয়ারম্যান। চেয়ারম্যানের এ সব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগকারী সদস্যগণ সভা ডেকে রেজুলেশন করে সর্বসম্মতি ক্রমে মো. অমিত হোসেন কবিরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করা হয়।

লিখিত অভিযোগে স্বাক্ষর করেন, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেন, সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের মহিলা আসনের সদস্য জুলেখা বেগম, সংরক্ষিত (৪,৫,৬) ওয়ার্ডের মহিলা আসনের সদস্য মোসা. মিনু বেগম, সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ডের মহিলা আসনের সদস্য রেহেনা বেগম, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইকবাল হোসেন হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সেকেন্দার শরীফ, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হালিম খান ও ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জিয়াউল হক।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. অমিত হোসেন কবিরকে মুঠোফোনে অনাস্থার বিষয়ে জানতে চাইলে জানান, তার বিরুদ্ধে সদস্যরা যে অভিযোগ করেছেন তা সত্য নয়।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, চেয়াম্যানের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সত্যতা তদন্তের জন্য ইতোমধ্যে স্থানীয় সরকার শাখার দায়িত্বরতদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস জানান, কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অমিত হোসেন কবিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড