• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেল চোর!

  শেরপুর প্রতিনিধি

০৩ নভেম্বর ২০১৮, ২২:০২
শেরপুর
কবর খুঁড়ে তিনটি লাশের কঙ্কাল চুরি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শেকেরকুড়া গ্রামের সামাজিক কবরস্থান থেকে শুক্রবার গভীররাতে সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্রের সদস্যরা কবর খুঁড়ে তিনটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

আজ শনিবার (৩ নভেম্বর) দুপুরে জনৈক মহিলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার নজরে পড়লে প্রতিবেশীরা বিষয়টি জনতে পারে। চুরি হওয়া লাশের কঙ্কালগুলো হলো- দেড় বছর আগে মারা যাওয়া হাজী উসমান আলী, একই সময়ে মারা যাওয়া জমিলা বেগম ও চার মাস আগে ফাঁসিতে ঝুলে মারা যাওয়া রাসেল মিয়ার কঙ্কাল।

জনৈক মহিলা জানান, শনিবার দুপুরবেলা কবরস্থানের পাশ দিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কবরের খোঁড়া নতুন মাটি দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন তিনটি কবরের বাঁশের ঢাকনা খোলা ও ভেতরে লাশ নেই শুধু কাফনের কাপড় পড়ে আছে। এ সময় প্রতিবেশি ও লাশের স্বজনরা এসে চুরি হওয়া লাশ এবং কবরগুলো সনাক্ত করেন। এ দিকে মাঝেমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দৈনিক অধিকারকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা কবর খুঁড়ে কঙ্কাল চোরচক্রকে ধরতে তৎপর আছি। এছাড়াও আমরা উপজেলার কবরস্থান কমিটির লোকজনদের সাথে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিচ্ছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড