• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শত ফুট উচুঁ মিনারে আটকে পড়া একজনকে উদ্ধার

  শেরপুর প্রতিনিধি

০৩ নভেম্বর ২০১৮, ১৮:১০
শেরপুর
উদ্ধার কার্যক্রম ও উদ্ধারকৃত প্রতিবন্ধী ব্যক্তি

শেরপুরে প্রায় ১শ ফুট উচুঁতে মসজিদের মিনারে আটকে পড়া এক মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আজ (৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শহরের নবীনগর এলাকার জামিয়া ফারুকিয়া দারুচ্ছালাম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধি নকলা উপজেলার ধনাকোশা গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর রাতের কোনো একসময় আবু বক্কর সিদ্দিক লোক চক্ষুর আড়ালে ওই মাদ্রাসার মসজিদের প্রায় ১শ ফুট উচুঁ মিনারে থাকা মই বেয়ে উঠে গিয়ে মই সরিয়ে ফেলে। পরে সকাল সাড়ে সাতটার দিকে মিনারের চারপাশে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এ সময় প্রত্যক্ষদর্শীরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের শেরপুরের উপপরিচালক আবুল বাশারের নেতৃত্বে স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ সঙ্গীয় ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকালে তার কাছে দুটি মোবাইল, বই ও ফুলসহ ফুলের গাছ পাওয়া যায়।

উদ্ধারকৃত আবু বক্কর সিদ্দিকের কাছে কেন সেখানে উঠেছিলেন জানতে চাইলে তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ করা যায়। তবে তিনি জানিয়েছেন তার একা থাকার ইচ্ছা থেকেই তিনি এমন কাজ করেছিলেন। ভেবে ছিলেন কয়েকদিন সেখানে তিনি একা একা থাকবেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক অধিকারকে বলেন, লোকটি মানসিক প্রতিবন্ধী। আমরা তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তার ভাইয়ের হেফাজতে ছেড়ে দিয়েছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড