• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলের জালে ধরা পড়লো ১৫ ফুট লম্বা 'তলোয়ার মাছ'

  মিজানুর রহমান মিজান, টেকনাফ, কক্সবাজার

২৪ এপ্রিল ২০২৪, ১৫:৫৫
তলোয়ার মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকুল সংলগ্ন বঙ্গপসাগরে এক জেলের জালে বিরল প্রজাতির তলোয়ার নামক মাছ ধরা পড়েছে।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সাগর থেকে এই বিশাল মাছটি সমুদ্রতীরে নিয়ে আসলে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমেছে।

স্থানীয় সুত্রে জানা যায় এর আগে কখনও এ মাছ ধরা পড়েনি। এ বিরল প্রজাতির মাছটি প্রথমে শামলাপুর বাজারে তোলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কত দামে বিক্রি হয় তা নিশ্চিত জানা যায়নি।

শামলাপুর এলাকার সংবাদকর্মী আজিজ উল্লাহ জানান, এই ধরনের মাছ এই প্রথম দেখলো বাহারছড়ার লোক। অনেক প্রবীণ জেলের কাছে জানতে চাইলেও তারা এর আগে কখনও এই বিরল প্রজাতির তলোয়ার মাছ তারা দেখেনি।

শামলাপুর এলাকার বোট মালিক এম এ হাসান জানান,মাছটি দেখতে হুবহু তলোয়ারের মতো। লম্বা অনুমানিক ১৫ ফুট এবং প্রস্থ ৮ ফুট হবে।

মাছটি বিকেল পর্যন্ত শামলাপুর বাজারে রাখা হবে, বিক্রি না হলে পরে কক্সবাজার নিয়ে যাওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড