• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮০০ টাকার জন‍্য খুন হলো জুবাইর

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার):

৩০ মার্চ ২০২৪, ১৭:০৫
আটশ টাকার জন‍্য খুন হলো জুবাইর

কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাজির পাড়া এলাকায় মাত্র ৮ শ টাকা লেনদেনের কথা কাটাকাটিতে ফিরোজ নামের এক যুবকের গুলিতে জুবাইর নিহত হয়েছে।

নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় মিয়ানমারের মালামাল পাচারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাত্র ৮শ টাকার লেনদেন নিয়ে একই এলাকার মোহাম্মদ ফিরোজ নামের এক যুবক তাকে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মোঃ জুবায়ের এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার রেফার করেন।

পরে রাত সাড়ে ১১টার সময় কক্সবাজার সদর হাসপাতালে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের মা জানান, আমার ছেলে জুবাইর থেকে টাকা পেলে তারা আমাকে বলত, তা না বলে আমার ছেলেকে মোহাম্মদ ফিরোজ ও তার সাঙ্গপাঙ্গরা আমার ছেলেকে গুলি করে। আমি হত‍্যাকারীদের দৃষ্টান্তমৃলক শাস্তি চাই।

স্থানীয় ইউপি সদস‍্য এনামুল হক জানান, নিহত জুবাইর আমার ফুটবল খেলার সহপাটি।তারা উভয়ই বন্ধু ছিল। ঘটনাটি অত‍্যন্ত অমানবিক।

ঘটনার পরে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গণি নিজে খোঁজ খবর নিতে যান এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব‍্যবস্থা নিবেন বলে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড