• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফ সীমান্তে ফের মর্টারশেলের বিকট শব্দ 

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭
মর্টারশেলে

তিনদিন মিয়ানমারে গোলাগুলি বন্ধ থাকলেও গতকাল (শুক্রবার) টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার পূর্বে মিয়ানমারে তিনটি মর্টারশেলের বিকট শব্দ শোনা যায়।

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার পূর্বে মিয়ানমারে তিনটি মর্টারশেলের শব্দ শোনা গেছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মিয়ানমারে গোলাগুলি শব্দ শোনা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরমান বলেন, গত তিনদিন মিয়ানমারে গোলাগুলি বন্ধ হলেও আজ (শুক্রবার) বিকাল ৫টার সময় টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া সীমান্তের পূর্বে মিয়ানমারে তিনটি মর্টারশেলের বিকট শব্দ শোনা যায়। এ নিয়ে জেলে পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে।

শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, গত তিনদিন মিয়ানমারে গোলাগুলির শব্দ শোনা না গেলেও শুক্রবার বিকালে বিকট মর্টারশেলের তিনটি শব্দ শোনা যায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ একরাম বলেন, গত তিনদিন সীমান্ত শান্ত ছিলো আজ হঠাৎ করে আবারও মর্টারশেলের বিকট শব্দে কেপে উঠেছে সীমান্ত। এ নিয়ে আরও জনমনে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ‍্য,মিয়ানমার রাখাইনে জান্তা বাহিনী এবং সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের কারণে সীমান্ত এলাকা টেকনাফ সেন্টমার্টিন নৌ পথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।সীমান্তের এপারের কৃষক জেলে পরিবারের মধ‍্যে এক ধরনের অজানা হাহাকার চলছে। নাফ নদী নির্ভর জেলে ও সীমান্তের এপারের কৃষক পরিবারে অনেকের চুলায় আগুন জ্বলছে না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড