• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাহাড় কাটার খবরে ইউএনও'র হানা, ২ লক্ষ টাকা জরিমানা

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩
পাহাড় কাটা

গোপন সংবাদে খবর পেয়ে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মাহমুদুল হাসান নামে অভিযুক্ত একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

শনিবার বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মাহমুদুল ইসলাম কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের বেআইনি কার্যক্রমে অংশগ্রহণ করলে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তাকে সতর্কও করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, 'জনস্বার্থে ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কাটা, ছড়া-খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন, রাতের আধাঁরে পুকুর ভরাট সহ সকল ধরণের ভূমি দস্যূদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।'

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড